হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই গ্রামের শফিনগর হাকিম চৌধুরী নিবাসী বিশিষ্ট সমাজসেবি নুর জাহান বেগম (৮৩) রোববার বেলা ১টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহ—– রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র,তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহি রেখে গেছেন। একই দিন পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। উল্লেখ্য তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. আবুল হাসানের মাতা।।