উপজেলা চট্টগ্রাম

দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা দিচ্ছে পটিয়া ভূমি অফিস

 

নামজারীসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে পটিয়া উপজেলা ভূমি অফিস। সেবা প্রার্থীরা এ অফিসে এসে যাতে কোন ধরণের দুর্নীতি ও হয়রানির শিকার না হসে লক্ষ্যে অফিসের বাইরে বসে সেবা দিয়ে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। প্রতিদিনের ন্যায় আজ ১২ ডিসেম্বর রোববার সকাল থেকে ভূমি সংক্রান্ত সেবা প্রত্যাশীদের নথি নিয়ে পর্যালোচনায় বসেন সহকারী কমিশনার রাজিব। এসময় ৩ জন সেবা প্রত্যাশীর নথি অনুমোদন করে নামজারী খতিয়ান তাদের হাতে তুলে দেন তিনি। একইসাথে আরও ৩৫টি নতুন খতিয়ান অনুমোদন করে তা সেবা প্রত্যাশীর কাছে দ্রæত হস্তান্তওে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশ প্রদান করেন।
তিনি জানান, আজ রোববার ১১টি নামজারির নথি অনুমোদন করে ১৩ জন সেবা প্রত্যাশীর জমি সংক্রান্ত আবেদন গ্রহণসহ সেগুলো দ্রæত নিষ্পত্তির লক্ষ্যে সঠিক পরামর্শ প্রদান করা হয়েছে। সরকারী ছুটি ব্যতীত প্রতিদিন দুপুরের পর বা সকাল থেকে দুপুর পর্যন্ত সুবিধাজনক সময়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। জমি সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যেশ্য অনেক দূর দুরান্ত থেকে ভূমি অফিসে মানুষ আসেন। তারা যেন কোনভাবে হয়রানির শিকার না হন সে লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। ###

Related Posts