আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবি মুসাফফা সানাইয়া ৫ নাম্বারে মাস্টার ফ্রুটি বাকালার  উদ্বোধন

 

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্যে এবারে দুবাই এক্সপো ২০-২০ এবং ভিজিট ভিসা চালু থাকায় সবাই ব্যবসার সুযোগ নিচ্ছেন বলে জানিয়েছেন আমিরাতে বসবাসরত সকল ব্যবসায়ীরা। গতকাল ৩০ই ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়া ৫ নাম্বার দরবার চিটাগাং রেস্টুরেন্টের পাশের বিল্ডিং বাংলাদেশি মালিকানাধীন মাস্টার ফ্রুটি বা বাকালার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লোকাল স্পন্সর হাসান সালেম কুরভি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ রাহেদুল আলম রাহেদ এবং মোহাম্মদ হাফিজুর রহমান রোকন। উদ্বোধনকালে দোকানের স্বত্বাধিকারীরা বলেন মুসাসফাহ ও আবুধাবিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য তাজা মাছ- মাংস এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শাকসবজি আমাদের দোকান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন। ব্যবসায়ীর আরো বলেন বর্তমানে আটকা পড়া বাংলাদেশীদের টিকেটের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে তিন গুণ পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রবাসীর অনেক কষ্টে পড়েছেন। প্রবাসীরা সরকারের কাছে টিকেট ব্যবসায়ীর সিন্ডিকেট বন্ধ করার দাবি জানান। টিকেটের দাম সাশ্রয়ী না রাখলে বিশ্বের শ্রমিক বাজার হারাতে হবে আমাদের বাংলাদেশকে।আটকাপাড়া আমিরাত প্রবাসীদের ফিরে আনতে এই মুহূর্তে টিকিটের দাম কমানোর জোর দাবি জানান। এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজলুল করিম শাহ, আব্দুল হাকিম, ওয়াহিদুর রহমান রিপন, মোহাম্মদ আরমান, সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, মোহাম্মদ আসিফ সহ আরো অনেকে। দোকানের স্বত্বাধিকারী রাহেদ এবং রোকন বলেন আমরা আপনাদের জন্য সব সময় তাজা শাকসবজি বাংলাদেশের বিভিন্ন ধরনের মাছ- শুটকি এবং আরো অন্যান্য মালামাল কম দামে নিতে পারবেন।
পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।।

Related Posts