আন্তর্জাতিক আরব আমিরাত

মুসাফফা সানাইয়া ৩৮ নম্বরে বাংলাদেশি মেজবান রেস্টুরেন্টের উদ্বোধন

সনজিত কুমার শীল
সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়া ৩৮ নম্বরে বাংলাদেশী তিন বন্ধু মিলে মেজবান রেস্টুরেন্ট নামে গতকাল ২৫শে ফেব্রুয়ারি ২০২২ ইং শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লোকাল স্পন্সর মনসুর আহমেদ আল মাজরুকী। এতে উপস্থিত ছিলেন মেজবান রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ জুয়েল এবং মোহাম্মদ তারেক আজিজ। দোকানের স্বত্বাধিকারী তিন বন্ধুরা বলেন আমরা উন্নতমানের খাবার, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নানা ধরনের নাস্তা সহ বিরানি এবং মেজবানের আয়োজন থাকবে। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের আয়োজন থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম, তালেব, মোহাম্মদ রফিক, সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নোমান, ইকবাল, আক্তার হোসেন, আলাউদ্দিন, ইউসুফ, মানিক, সুমন, ইউসুফ নবী সহ আরো অনেকে সহ আরো অনেকে। বক্তারা বলেন এ প্রতিষ্ঠান বাংলাদেশিদের জন্য একটা গর্বের বিষয়। সুন্দর এবং উন্নতমানের খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রবাসে দেশের সুনাম রেখে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন অত্র প্রতিষ্ঠানের মালিকেরা। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে রেপিড পিসিআর টেস্ট বন্ধ করায় আমরা সরকারকে ধন্যবাদ জানান।বক্তারা বলেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ বিমান আবুধাবি থেকে চট্টগ্রাম সরাসরি থাকলেও চট্টগ্রাম থেকে আবুধাবি সরাসরি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন চট্টগ্রাম থেকে সরাসরি যাতে আবুধাবি বিমান পরিচালনা করেন। আমিরাতের বিভিন্ন জায়গায় বিশেষ করে চট্টগ্রামের প্রবাসীরা ব্যবসা এবং বিভিন্ন কোম্পানিতে চাকুরীরত। উদ্বোধনের শেষে বিশ্ববাসীর কল্যাণে শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।।(সনজিত কুমার শীল আমিরাত প্রতিনিধি ০০৯৭১৫৫৬৫৫২৩০৬)

Related Posts