নিজস্ব প্রতিবেদক
প্রত্যেক মানুষের একান্ত কিছু ইচ্ছে থাকে অন্ধ জোনাকি’র মতো। যা মনের কোণে রয়ে যায় নিভৃতে।
এবারের বইমেলায় এ এইচ প্রকাশনীর ‘অন্ধ জোনাকি’ জানান দিয়েছে না বলা অনেক কথামালা।
কবি রীতা ধরের ১ম কাব্যগ্রন্থ ‘অন্ধ জোনাকি’ পাওয়া যাচ্ছে এম এ আজিজ স্টেডিয়াম এলাকার খড়িমাটি ও নারী লেখক স্টলে।
বইটির প্রতিটি কবিতাকে শব্দের নিপুণতা আর নৈসর্গিক প্রেমের ভাবধারায় সাজাতে চেষ্টা করেছেন কবি, চেষ্টা করেছেন সাধারণ মানুষের সুখ-দুঃখ, আনন্দবেদনার আকুতিকে তুলে এনে তাকে অনন্তের পিরামিডে গেঁথে রাখতে।
রীতা ধর ফটিকছড়ির দক্ষিণ সুয়াবিলে জন্মগ্রহণ করেন।
পিতা নির্মল চন্দ্র ধর, মাতা রানু প্রভা ধর। প্রাথমিক শিক্ষা নিজ এলাকার প্রাথমিক বিদ্যালয়ে।
তিনি নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নাজিরহাট কলেজ থেকে বিএসসি পাস করেন। সাহিত্যানুরাগী ছিলেন ছোটবেলা থেকেই। গুণীজনদের হৃদয়গ্রাহী লেখা তখন থেকেই ভীষণভাবে আকৃষ্ট করতো তাঁকে।
এ পর্যন্ত তাঁর লেখা কবিতা ছয়টি যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি একজন গৃহিণী। স্বামী রতন কান্তি দেবাশীষ বর্তমানে সিইউজে’র সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। দুই পুত্র প্রকৌশলী পরাগ দেব ও প্রত্যয় দেব। বইটির প্রচ্ছদ এঁকেছেন কবি’র সন্তান প্রকৌশলী পরাগ দেব।