জাতীয় সংগঠন খবর

মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির কমিটি গঠিত

সিনিউজ ডেস্ক
দেশের বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের অফিস এবং উপজেলা প্রশাসন কার্যলয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি’ (বামাপ্রককস) এর মতবিনিময় সভা ১২ মার্চ শনিবার সকাল ১১টায় ঢাকা কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর সদরের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দীন।
সমিতির মহাসচিব খোন্দকার শাহিদুল হক এর স্বাগত বক্তব্যেও মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন ।
সভায় সমিতির কর্ম পরিধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- মোঃ আঃ কাদের (ফরিদপুর), মোঃ মকবুল হোসেন (মাদারীপুর), মোঃ মামুনুর রশীদ (পঞ্চগড়), মোঃ আবু বকর সিদ্দিক (চট্টগ্রাম), মোহাম্মদ ইউনুছ (চট্টগ্রাম), মোঃ আবদুল করিম আহমেদ (নোয়াখালী), মোহাম্মদ জালাল উদ্দিন (নোয়াখালী) ,সাজিদুর রহমান. মোঃ সুলতান আহমেদ (বুড়িচং), শংকর চন্দ্র রায় (চৌদ্দ গ্রাম), মোঃ সামছুল হক (চট্টগ্রাম), মোহাম্মদ মমিনুল হক (কুমিল্লা), মোঃ আবু হানিফ (কুমিল্লা), মোঃ রফিকুল ইসলাম (চান্দিনা), মোঃ আবদুল মোতালেব (বরুড়া), মোঃ রফিকুল ইসলাম, নাসির আহাম্মদ তালুকদার (বন্দর নারায়নগঞ্জ), মোহাম্মদ ইসমাইল হোসেন (বিঃ বাড়িয়া)‏‏, মোঃ খালিদ হোসেন (সাভার), মোঃ আব্দুল্লাহ আল মামুন (সিরাজগঞ্জ), অনীতা (আশুগঞ্জ), মোঃ সিরাজ উদ দৌলাহ পাটোয়ারী (ফেনী), বাবুল চন্দ্র নাথ (ফেনী), মো হাবিবুর রহমান (চট্টগ্রাম), এস এম জাহিদুল ইসলাম (ঢাকা), মোঃ আকতার হোসেন (ভালুকা), মোঃ ইদ্রিস আলী সরদার (গোপালগঞ্জ), বিধান চন্দ্র রায় (গোপালগঞ্জ), বাসুদেব ভট্টাচার্য্য (চট্টগ্রাম), মোঃ রফিকুর ইসলাম (রাজবাড়ি), মোঃ মাহফুজুর রহমান (রাজবাড়ি), পিনাক পানি চৌধুরী (বান্দরবান), মোঃ শাহ আলম (চাঁদপুর), সুলতান উদ্দিন আহমদ (নরসিংদী), মোঃ মোছলেহ উদ্দীন (চট্টগ্রাম)
সভায় বক্তরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখা হতে ২৪ জানুয়ারী ২০২২ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের দৈনন্দিন কাজ (চাটার অব ডিউটিজ) সুনির্দিষ্ট করণ বাস্তবায়নের জন্য বিশেষভাবে দাবী জানানো হয় এবং প্রশাসনিক কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নিতকরণ বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় সংগঠনের কর্ম পরিধিকে আরো ব্যাপকভাবে এগিয়ে নেয়ার জন্য নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত আসলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১৫সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেনÑ আহবায়ক এস এম জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক খোন্দকার শাহিদুল হক ও মো. খালিদ হোসেন। সদস্য সচিব মোহাম্মদ ইউনুছ। নির্বাহী সদস্য- ময়মনসিংহ বিভাগ থেকে বদরুল, রাজশাহী বিভাগ থেকে মামুন, রংপুর থেকে আকবর, বরিশাল থেকে রফিকুল ইসলাম, খুলনা থেকে মেহেদি হাসান, চট্টগাম থেকে আবু বকর ছিদ্দিক, ঢাকা থেকে মো. ইদ্রিস আলী, সিলেট থেকে মো. সামাদ, নারায়রগঞ্জ থেকে নাছির উদ্দিন তালুকদার।

Related Posts