অপরাধ জাতীয়

ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে বোমা-গুলি

সিনিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ উদ্দিন।

জানা গেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য আমোরিকায় অবস্থান করছেন। তার স্ত্রী, মেয়ে ও ছোট ভাই শাহাদাত হোসেন ঘটনার সময় ওই বাড়িতে অবস্থান করছিলেন।

ওসি সাইফ উদ্দিন বলেন, ‘আমরা একটি গুলির কার্তুজ পেয়েছি এবং ঘটনাস্থলে অবিস্ফোরিত লাল টেপ মোড়ানো দুটি বোমা পেয়েছি।’

বিষয়টি সম্পর্কে আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বলেন, ‘মেয়রের প্রতিপক্ষরা বিকেল ৪টার দিকে বাড়িতে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’

সাইফুল ইসলাম নামের এক যুবলীগ কর্মী এ ঘটনায় আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বসুরহাট পৌর এলাকা আবদুল কাদের মির্জার সমর্থক ও প্রতিপক্ষের মাঝে থমথমে অবস্থা বিরাজ করতেছে।

Related Posts