আইন আদালত চট্টগ্রাম

মুফতি ইজহারের দুই বছরের কারাদণ্ড

 

হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।সম্পদের হিসাব না দেওয়ায় দুদকের করা মামলায় আদালত এ সাজা দেন বলে জানান দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন লাভলু।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ রোববার এ রায় দেন।
হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

 

Related Posts