আন্তর্জাতিক আরব আমিরাত

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বললেন প্রবাসী বিএনপি ওয়ার্ল্ড অনলাইন পরিবার

 

সনজিত কুমার শীল
গ্রীন সিটি আল আইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রবাসী বিএনপির পরিবার ওয়ার্ল্ড অনলাইন আমিরাত শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস এবং ২৬ শে মার্চ উপলক্ষে গ্রীন সিটি আল আইন শহরে গত ২৫ শে মার্চ ব্লু প্লেইট রেস্টুরেন্ট হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড অনলাইন সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান শাহ সঞ্চালনায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাহার মির্জা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ হেলাল। এতে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, আনিস মুন্সি, মোজাম্মেল হক, ইলিয়াস খান, বেলাল হোসেন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলমাস। কোরআন তেলাওয়াত করেন ইমাম মোল্লা। টেলিকনফারেন্সে যোগ দেন ওয়ার্ল্ড অনলাইন প্রবাসী বিএনপির পরিবারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজালাল সাজু, দেলোয়ার হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন মাহমুদ সোহাগ মোঃ শহিদুল ইসলাম, মোঃ সালাউদ্দিন, মোহাম্মদ শাহজাহান ফজলে আমিন, অমত ইব্রাহিম মদ বাদশা মিয়া রফিক উদ্দিন মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ আবদুল মান্নান মোহাম্মদ করিম আশরাফুল ইসলাম আজাদ মোহাম্মদ মনির মোঃ সুমন মোহাম্মদ আজাদুর রহমান সেলিম , মোঃ জামাল হোসেন মিন্টু, মোহাম্মদ শহীদ মোঃ কামাল গরীবুল্লাহ, মোহাম্মদ মমিন, মোঃ মহিউদ্দিন, মুহাম্মদ আলমগীর, মোঃ জলিল, মোঃ আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। প্রবাসী বিএনপির পরিবার ওয়ার্ল্ড অনলাইনের সদস্যরা বলেন বর্তমানে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের নিরাপত্তা, জনগণের অধিকার, গুম খুন হত্যা লেগেই আছে। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা জন্য পাঠানো নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি জানান। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বক্তারা। বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার সহ নির্বাচনের দাবি জানান। পরিশেষে বিশ্ব শান্তি এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Related Posts