আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিদেশি কুটনীতিকদের অভ্যর্থনা

 

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে বহুদূর। জাতির পিতার দেখা সোনার বাংলা বিনির্মাণের পথে বাংলাদেশ। বঙ্গবন্ধু কুটনৈতিক যে সম্পর্ক স্থাপন করেছিলেন আন্তর্জাতিক উন্নয়নে তা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ বদ্ধ পরিকর। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আবুধাবীর উদ্যোগে বিদেশি কুটনীতিকদের সম্মানে আয়োজিত অভ্যর্থনায় এসব বলেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বাংলাদেশ দূতাবাসের সচিব লুৎফুর নাহার নাজিমে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত জনাব আবু জাফর।

অনুষ্ঠানে আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ কুটনীতিকরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিদেশি কুটনীতিকদের নিয়ে কেক কাটেন রাষ্ট্রদূত ও তার সহধর্মিনী সালমা জাফর। অনুষ্ঠানে প্রটোকল হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ব্লুকি, আলি আল হাসমি। অনুষ্ঠানের মধ্যখানে শুরু হয় বাংলাদেশের কালচার নিয়ে সাংস্কৃত অনুষ্ঠান। এই বিশাল অনুষ্ঠানে গানে গানে অতিথিদের মুগ্ধ করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী শাহনাজ রহমান। বাংলাদেশ মহিলা সমিতির সদস্যরা মিলে ফ্যাশন শো আয়োজন করেন। এতে জামদানি, বেনারসি মসলিন সহ বাংলাদেশের তৈরি কাপড়ের ফ্যাশন শো করা হয়।
অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত সিআইপিদের ও সম্মাননা প্রদান করা হয়।

Related Posts