চট্টগ্রাম ধর্ম

মহিউদ্দিন চৌধুরীর কর্মযজ্ঞকে বুকে ধারণ করে মানুষের পাশে থাকতে চাইঃ হেলাল আকবর চৌধুরী বাবর

 

প্রতিদিনের ন্যায় আজকে ৯ম রমজানেও দুই হাজার মানুষের মাঝে আজ বিকাল ৫ ঘটিকা থেকে ইফতার বিতরণ করেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় নগরীর আন্দরকিল্লা মোড়, লালদিঘির পাড় , নন্দনকানন ডি.সি হিল এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন-“রমজান মাস হল সিয়াম সাধনার মাস এই মাসে চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ করতেন তারই ধারাবাহিকতায় ওনার কর্মকান্ডকে বুকে ধারণ করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি,মহিউদ্দিন চৌধুরী বেঁচে নেই কিন্তু তার সুযোগ্য সন্তান ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি আমাদের পথ প্রদর্শক তার দিকনির্দেশনায় আমাদের সাধ্যমতে গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে ইফতার ও সেহেরি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি,ভবিষ্যতে এই কার্যক্রমকে আরো বেগবান ও বৃহত্তর আকারে সারা চট্টগ্রামে ছড়িয়ে দিতে চাই”
ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আইনুল ইসলাম আবেদ, হুমায়ুন কবির রানা, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, শিবু প্রসাদ চৌধুরী, দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা এম কুতুবউদ্দিন চৌধুরী, মোঃ তসলিম, মোঃজাহেদ, দেলোয়ার হোসেন, কামরুল হাসান, আবু তাহের রানা, মহানগর ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ

Related Posts