চট্টগ্রাম ধর্ম

হেলাল আকবর চৌধুরীর পক্ষে হালিশহর থানা ছাত্রলীগের ইফতার বিতরণ 

 

হালিশহর থানা ছাত্রলীগের উদ্যেগে হেলাল আকবর চৌধুরী বাবর এর পক্ষ থেকে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দীন খান। আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা ছাত্রলীগ নেতা ইকরামুল আদিব, আশরাফ আরাফাত নিরব, ইফাজ সাজির, সাওয়াফ সাকিব, রাউফ আহমেদ,তাহমিদ জারিফ, তানবিন খান আসিফ,সাজিক প্রমুখ।
এসময় হালিশহর থানা ছাত্রলীগ নেতা ইকরামুল আদিব বলেন,” আমাদের নেতা বাবর ভাইয়ের থেকে শিখেছি খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে”।তার থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের আজকেই এই কর্মসূচী।

Related Posts