চলমান পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন গড়ে ২হাজারের অধিক সাধারণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করে চলেছেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
মূলত বীর চট্টলার অবিসংবাদিত নেতা চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের নামে তিনি এসব ইফতার বিতরণ করে থাকেন। এর কারণ হিসেবে তিনি বলেন, যে কোন দূর্যোগ সংকটে কিংবা পবিত্র সময়ে মহিউদ্দীন ভাই সাধারণ জনগণের পাশে থাকতেন। এগুলো মূলত ওনারি কাজ। মহিউদ্দীন ভাইয়ের জীবদ্দশায় তিনি সাধারণ মানুষের পাশে দাড়াতেন।মানুষের মুখে খাবার তুলে দিতে পারলেই তিনি সবচেয়ে বেশী আনন্দ পেতেন। তিনি রমজানে হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করতেন আর আমরা কর্মীরা সারাদিন কেটে কর্ম সম্পাদন করতাম।আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু নেতার শিক্ষা গুলো বুকে ধারণ করে আমরাও চেষ্টা করছি যৎসামান্য মানুষের পাশে দাড়াতে।
তিনি আরো বলেন,পুরো মাহে রমজান মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও সিয়াম সাধনার মাস। এই একটি মাস আমরা ধনী গরীব সকলে সারাদিন অভুক্ত থেকে রোজা রাখি।তাই রোজার যেমন ধনী গরিবের ভেদাভেদ নেই,তেমনি ইফতারেও ধনী গরিবের কোন ভেদাভেদ নেই। আমরা সকলে এক ও অভিন্ন ভাবে সত্যকারের মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্টা করতে হবে। তবেই সমাজের শ্রেণী বৈষম্য নিরসন হবে।
আজ বিকাল ৫ টার সময় নন্দনকানন, ডিসি হিল, পুরান বন্দর এলাকায় ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা,এম কুতুবউদ্দীন চৌধুরী ,মোহাম্মদ তসলিম ,মোঃ মোরশেদ আলম,কাজী দেলোয়ার হোসেন,দীপংকর রোদ্র বাপ্পা,দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু শাদাত সায়েম, মোঃজাহেদ, মোঃ দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, আবু তাহের রানা, কামরুল হাসান প্রমুখ।