চট্টগ্রাম লিড নিউজ সিএমপি

নগরীতে বাবার পিস্তল দিয়ে এসআইয়ের ছেলের আত্মহত্যা

 

নিজস্ব প্রতিবেদক

নগরীতে পুলিশ কর্মকর্তা বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন ছেলে। শুক্রবার দুপুরে নগরের আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মুশফিকুল হক মাহিন (১৮) নগরের খুলশী থানায় কর্মরত এসআই মহিম উদ্দিনের ছেলে।

আকবরশাহ থানার ওসি জহির হোসেন জানান, দুপুরে মাহিনকে তার বাবা মহিম উদ্দিন বিভিন্ন বিষয়ে বকাঝকা করেন। এরপর মহিম উদ্দিন জুমার নামাজ পড়তে মসজিদে চলে যান। ছেলে তার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা দরজা খোলার চেষ্টা করেন। দরজা ভেতর থেকে বন্ধ হওয়ায় তা ভেঙে ভেতরে ঢুকে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় বিছানায় লুটিয়ে আছেন মাহিন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসি জানান, পরে পিস্তলটি জব্দ করে আকবরশাহ থানা পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে মনে হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘ডান বুকে গুলিবিদ্ধ অবস্থায় মাহিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

Related Posts