চট্টগ্রাম শোক ও স্মরণ

ইঞ্জিনিয়ার সালেহ উদ্দিন টুটুলের ইন্তেকাল

 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ নিবাসী ও কবির স্টীল এন্ড রি-রোলিং মিলের প্ল্যান্ট প্রধান (ডিজিএম) ইঞ্জিনিয়ার সালেহ উদ্দিন টুটুল (৪৭) গতকাল ২৪ এপ্রিল রোববার বেলা ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ শিশু সন্তান, ৫ ভাই, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম টুটুল সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল হকের পুত্র। একই দিন রাত ১০টায় সীতাকুণ্ডস্থ নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোর্স শেষ করে চট্টগ্রামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকুরী করেছেন। তার আকস্মিক মৃত্যুতে কর্মস্থলের সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধুমহল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোক শোক : এদিকে ইঞ্জিনিয়ার সালেহ উদ্দিন টুটুলের মৃত্যুতে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় ’৯০ ব্যাচের শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

Related Posts