চট্টগ্রাম বিশেষ

প্রধানমন্ত্রী ও সমাজের সকল স্তরের জনগণ বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেনঃ ডিসি

 

সম্প্রতি চট্টগ্রাম জেলায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মানুষের দুর্ভোগ কমাতে ও মানুষের ত্রাণ কাজে সহায়তা প্রদানের জন্য সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার ও পুলিশ বাহিনীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের জনগণ বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা সকল বন্যা কবলিত এলাকায় বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ত্রাণ কার্যক্রম চলার সময় এলাকায় কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে সকল আইন-শৃঙ্খলা বাহিনীসহ জনপ্রতিনিধিদেরকে সর্তক থেকে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকার অনুরোধ জানান ডিসি। সভায় মহাসড়কে ডাকাতির বিষয়ে হাইওয়ে ও জেলা পুলিশকে সতর্ক থেকে গোয়েন্দা কার্যক্রম বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। ##

Related Posts