সনজিত কুমার শীল।
সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি খ্যাত আল আইন সানাইয়া দুই নম্বর গলিতে বাংলাদেশী মালিকানাধীন আল মাদাম রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়। গতকাল সন্ধ্যায় ফিতা কেটে আল মাদাম রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রিয় লাল দাস। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল দাশ, বাদল রায়, ব্যবসায়ি সুজন শর্মা, সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, আবুধাবি ব্যবসায়ী অপু দাশ, পঙ্কজ ঘোষ, অমল দাস, শচীন শীল, লিটন চৌধুরী, শ্যামল শীল, বাসুদেব শর্মা, পলাশ দাশ, অঞ্জন দে, দিলীপ দাশ, কমল নম:, নাসের হেজাজী সুমন শীল ও সেলিমুর রহমান সহ আরো অনেকে। সকালে ব্যবসা প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় গীতা পাঠ ও মাঙ্গলিক অনুষ্ঠানাদী করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় গীতা পাঠ করেন আল আইন প্রবাসী মরুতীর্থ গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী ও সুব্রত দাশ, পুরোহিত্য করেন পিয়াস আচার্য। উদ্বোধনকালে প্রিয় লাল দাস বলেন আল আইন শহরে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যসম্মত, পরিষ্কার-পরিচ্ছন্ন, বাংলাদেশী বিভিন্ন ধরনের নাস্তা, বিরিয়ানি ও প্রতি বৃহস্পতিবারে নিরামিষের ব্যবস্থা থাকবে। আরো বলেন বাংলাদেশীদের ভিসা বন্ধ থাকায় প্রবাসীরা ব্যবসা-বাণিজ্যে হিমশিম খাচ্ছেন। বাংলাদেশ বিমানের টিকেটের দাম উর্দগতি হওয়ায় সাধারণ চাকরিজীবীরা এই ঈদে দেশে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এই রমজান মাসে প্রতিদিন ইফতার ও সেহরির ব্যবস্থা রয়েছে। বিভিন্ন কোম্পানিতে থাকা প্রবাসীদের জন্য পার্সেল খাবার ব্যবস্থা সহ বিভিন্ন পার্টিতে খাবারের অর্ডার নেওয়া হবে। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে করে বলেন সস্তা এবং উন্নত মানের খাবারের জন্য আল মাদাম রেস্টুরেন্ট আপনাদের পাশে থাকবে। বাংলাদেশী ভিসা বন্ধ থাকায় অন্যান্য দেশের শ্রমিক দিয়ে কাজ করাতে হচ্ছে এই প্রবাসে থাকা ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার এবং আমিনা সরকারের কূটনৈতিক বৈঠকের মাধ্যমে যদি বাংলাদেশী প্রবাসীদের ভিসা খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশ সরকারের রেমিটেন্স দিন দিন আরো বৃদ্ধি পাবে। পরে ব্যবসা-বাণিজ্য প্রসার ও বিশ্ববাসীর মানব কল্যাণে প্রার্থনা করা হয়।