চট্টগ্রাম শোক ও স্মরণ

অধ্যাপক কেশব কুমার চৌধুরীর মৃত্যুতে কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের শোক

 

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক, ফটিকছড়ি উপজেলাধীন স্বনামধন্য নাজিরহাট কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট ধর্মানুরাগী কেশব কুমার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরাড়ি পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রনজিৎ চৌধুরী বাচ্চু, সহ-সভাপতি বরুন ভট্টাচার্য, সহ-সভাপতি প্রদীপ মল্লিক, যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদার, সহ-সম্পাদক সমীরণ কান্তি দেব, প্রচার-প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, মেলা পরিচালনা সম্পাদক বিটু মিত্র, সাংস্কৃতিক সম্পাদক তুষার নন্দী ফুলু, সদস্য অশোক ধর, পংকজ চক্রবর্তী, জগদীশ চৌধুরী, জ্যোর্তিম্ময় চৌধুরী, লিটন ঘোষ, চিত্ত রঞ্জন শীল শিবু ও রাজীব পাল। নেতৃবৃন্দরা প্রয়াত অধ্যাপক কেশব কুমার চৌধুরীর বিদেহি আত্মার চির শান্তি কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য যে, গতকাল ১৮ মার্চ সোমবার সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীস্থ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন অধ্যাপক কেশব কুমার চৌধুরী। একই দিন দুপুরে সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনে প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাতে গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পূর্ব ভূজপুর বণিক পাড়ার নর পারিবারিক শ্মশানে সৎকার সম্পন্ন করা হয়। ##

Related Posts