আন্তর্জাতিক আরব আমিরাত ধর্ম

আমিরাতে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে গতকাল ২ এপ্রিল ২০২৪ ইং দুবাইয়ের আল তাওয়ার-১ এ অবস্থিত এশিয়া রয়েল রেস্টুরেন্টের কনফারেন্স রুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ইফতার, দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সভাপতি এসএ টিভির আমিরাত প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল হক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিউজ২৪ টেলিভিশনের আমিরাত প্রতিনিধি আবদুল আলীম সাইফুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

বাংলাদেশ বিজনেস ফোরাম দুবাই এর সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শামীমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট-এর কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইয়াকুব সুনিক, বাংলাদেশ রিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের ইউএই রাজা মল্লিক, সভাপতি নেফলেক্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি মুকুল আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি শওকত মোল্লা, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন,চ্যানেল আই টিভির আমিরাত প্রতিনিধি মেহেদী হাসান,দেশ টিভি আমিরাত প্রতিনিধি আশিক ইসলাম।
বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির মধ্যে উপস্থিত ছিলেন সি প্লাস টিভি আমিরাত প্রতিনিধি ওসিনিয়র সহ-সভাপতি সনজিত কুমার শীল, মহিউল করিম আশিক, সরোয়ার উদ্দিন রনি, এ কে আজাদ রনি, ফখরুদ্দীন মুন্না মাদ্রাজি, গোলাম সরোয়ার, সাগর দেব, মামুনুর রশিদ, গোলাম সরোয়ার, সদস্য সাগর চন্দ্র স্বপন, মোহাম্মদ রেদোয়ান, মোহাম্মদ জাহেদ হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিসহ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বলেন, ‘প্রবাসীদের সুখে-দুঃখে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অত্যন্ত প্রশংসনীয়ভাবে প্রবাসীদের পাশে থেকে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই দেশ-বিদেশের বস্তুনিষ্ঠ সংবাদ সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।বাংলাদেশে কনস্যুলেট এর পক্ষ থেকে আমি রিপোর্টার্স ইউনিটি পরিবারকে সাধুবাদ জানাই।
আগামী দিনগুলোতে দূতাবাস, কনস্যুলেট এবং রিপোর্টার্স ইউনিটি সম্মিলিতভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন আমিরাতে শ্রমবাজার হুমকি মুখে এর জন্য দায়ী বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী। আমিরাতে পুরুষের ভিসা বন্ধ থাকলেও নারীকর্মীদের ভিসা চালু রয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পুরুষ শ্রমিককে কাগজে-কলমে নারী শ্রমিক বানিয়ে এবং জাতীয়তা পরিবর্তন করে অসাধু উপায়ে পুরুষ শ্রমিকদের ভিসা করছে। যা আমিরাত এবং বাংলাদেশ সরকারের আইনের পরিপন্থী। এই ধরনের অসাধু ব্যবসায়ী ব্যাপারে সাংবাদিকদের জনসচেতনতা তৈরি করা এবং প্রবাসীদেরসোচ্চার করা প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি’ আমিরাতে একটি পরিবার আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবো।

অনুষ্ঠান শেষে দেশ বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Related Posts