চট্টগ্রাম নগরীর ওমর গণি এম.ই.এস কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যেগে ইফতার মাহফিল ও আলোচনা সভা ওসিইসিএফ প্রতিষ্ঠতা সভাপতি সিইউও (অবঃ) মিজানুর রহমান সজীবের সভাপতিত্বে, চ্যানেল আই সেরাকন্ঠ শিল্পী ও প্রাক্তন ক্যাডেট মোঃ যায়ান আবেদীন এবং আইরিন সুলতানার সঞ্চালনায় কলেজের আইসিটি ভবন মিলয়নায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওমরগনি এমইএস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম। প্রধান বক্তা ছিলেন ২/লেঃ আবু নঈম ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন সভাপতি লেঃ কর্নেল (অবঃ) বিটিএফও প্রফেসর ডাঃ এম শফিকুল আলম, নিজামপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মেজর (অবঃ) বিটিএফও মোঃ রফিক উদ্দিন, ওমর গনি এম.ই.এস কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী ও বিএনসিসি অফিসার (বিটিএফও) ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন ওসিইসিএফ’র সাধারণ সম্পাদক সিইউও (অবঃ) মোঃ আশিকুর রহমান। অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেট সংগঠক হিসেবে অবদান রাখায় বাংলদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)-এর চেয়ারম্যান শাহ্ মুজিবুল হককে ওসিইসিএফ সম্মাননা-২০২৪ প্রদান করা হয়। তার পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন ওসিইসিএফ’র উপদেষ্টা ও বিওয়াইসিএফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি রাসেল আহমেদ। সভায় মাদক নির্মূলে সংক্রিয় অবদানের জন্য ‘হেল্প’ মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্রের পরিচালক এবং ওসিইসিএফ’র উপদেষ্টা সদস্য মোরশেদ আলম শিপন’কে ওসিইসিএফ সম্মাননা-২০২৪ ক্রেষ্ট প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসিইসিএফ সহ-সভাপতি ওমর ফারুক জোবায়ের, সুরাইয়া আফরোজ কলি, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম কাউসার হাবীব, ওমর ফারুক, মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক যায়েদ বিন আইয়ুব, নেওয়াজ উদ্দীন, মোঃ তৌহিদ, মোঃ আলী, মোস্তফা ইমতিয়াজ মাহবুব চৌধুরী, সাদমান আল ফারাবী, মোঃ খোরশেদ আলম, আবদুল আজিজ, মোঃ জোনায়েদ, মোঃ ফয়সাল, মোঃ শাকিল ইসলাম, ইব্রাহিম মিয়া, হারুন উর রশিদ, মোঃ জাকির হোসেন, সায়াদ বিন তৌহিদ, মোঃ মেহেরাজ, সনেট কুমার দে তুহিন, প্রতিষ্ঠানের বর্তমান ক্যাডেট ইনচার্জ ও আয়োজন সমন্বয়ক সাজের্ন্ট মোঃ নূর হোসেন চৌধুরী প্রমুখ। ##