চট্টগ্রাম সংগঠন খবর

প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়নের দাবী

 

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি)’র ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে আজ ৭ মে মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম.এ রশিদ। তিনি প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়নের দাবী জানান। দাবীগুলোর মধ্যে রয়েছে-প্রকৌশলীদেও পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা, পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকুরী কাঠামো পরিবর্তন, বিভিন্ন প্রকৌশল সংস্থা সমূহকে বিসিএস ক্যাডারভূক্তকরণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি, বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) নিয়োগ ও বিউবো’র নিয়ন্ত্রণাধীন সকল বিদ্যুৎ সেক্টরকে সমন্বিত করা। সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রাজীব বড়–য়া, প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এম শাহজাহানসহ উর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম.এ রশিদ এসময় কেন্দ্রের নেয়া বিভিন্ন জাতীয়, সামাজিক ও জণকল্যানমূলক কর্মসূচীগুলো তুলে ধরেন।
তিনি বলেন, প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়ন করনা হয় না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সিডিএ, ও বিসিআইসি’র মতো বিভিন্ন প্রকৌশল সংস্থার কাজ কারিগরি বিষয় সংশ্লিষ্ট বিধায় প্রকৌশল সংস্থা সমূহের চেয়ারম্যান, কোম্পানীগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সর্বোপরি সংস্থা সমূহের শীর্ষ পদগুলোতে প্রকৌশলীর অভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতার সৃষ্টি হচ্ছে। তিনি প্রকৌশল সংস্থা ও কোম্পানী সমূহে সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকৌশল সংস্থা, বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানী সমূহ, পেট্টোবাংলা ও বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানীসমূহ এবং মেট্টো রেলসহ অন্যান্য প্রকৌশল নির্ভও প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের পরিচালকসহ সর্বোপরি শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়নের দাবী জানান তিনি।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি)’র ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও আইইবি’র পতাকা উত্তোলনের পর নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লালখান বাজার মোড় থেকে শহীদ সাইফুদ্দিন খালেদ সড়ক দিয়ে কাজির দেউরি মোড় হয়ে পূনঃরায় কেন্দ্রে এসে শেষ হয়। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি)’র ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রের শহীদ শামসুজ্জামান ও শহীদ নুর হোসেন মিলনায়তনে প্রাক্তন নির্বাহীদের সংবর্ধনা, সিনিয়র প্রকৌশলীদের বিশেষ অবদানের জন্য সম্মাননা, আলোচনা, স্মৃতিচারণ ও নিজস্ব পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।##

Related Posts