চট্টগ্রাম ধর্ম

সীতাকুন্ড শঙ্কর মঠের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের ভক্তবৃন্দের পক্ষ থেকে ফটিকছড়ির বিবিরহাট, পাইন্দং, কাজীরহাট, মির্জার হাট, বাগান বাজার চা বাগান, হরি মন্দির, নারায়ণ হাট ও রামগড়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, বিস্কুট, মুড়ি, চিড়া, গুড়, মোমবাতি, গ্যাস লাইটার, সেমাই ও শুকনা মরিচ। আজ ২৫ আগস্ট রোববার মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের নির্দেশে বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঠের কর্মকর্তা-অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, মাস্টার অজিত কুমার শীল, বাসুদেব দাশ, প্রকৌশলী কাজল শীল, কাজল পাল, লিঙ্কন চক্রবর্তী ও মাস্টার সন্তোষ শীল। এদিকে সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি ও পাহাড়ী ঢলে পাহাড় ধ্বসে তলিয়ে গেছে সীতাকুন্ড শঙ্কর মঠে শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠিত গীতা ভবন ও প্রসাদ ভবনের অংশ বিশেষ। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। মঠের কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ক্ষতিগ্রস্ত গীতা ভবন ও প্রসাদ ভবনের তলিয়ে যাওয়া অংশ পরিদর্শন করেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।###

Related Posts