চট্টগ্রাম ছবিঘর

নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’র পক্ষে ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

 

যুক্তরাষ্ট্রের বস্টন শহরে অবস্থিত নিউ ইংল্যান্ডে বসবসারত বাংলাদেশী আমেরিকান হিন্দুদের প্রধান সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি-উৎসব’ সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিক ভাবে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির কর্মকর্তাদের পক্ষে আজ ২৮ আগস্ট বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের বারমাসিয়া, সুন্দরপুর ও পাইন্দ্যং, হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন, ছিপাতলী ও মেখল এলাকায় বন্যাদুর্গত সর্বধর্মাবলম্বীদের মাঝে উপহার (ত্রাণ) ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল-পরিবার প্রতি চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, লবন ১ কেজি, আলু ১ কেজি, চিনি ৫’শ গ্রাম, সোয়াবিন তেল ৫’শ এম.এল, মিনারেল ওয়াটার ২ লিটার ১টি, চা পাতা ১’শ গ্রাম, কাপড় কাচা সাবান ২৫০ গ্রাম, ওরাল স্যালাইন ৫টি, প্যারাসিটামল ট্যাবলেট ১০টি, মেট্টোনিডাজল ট্যাবলেট ১০টি, এন্টিহিস্টামিন ট্যাবলেট ২০টি, অ্যান্টাসিড ট্যাবলেট ১০টি, হ্যালাজোন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০টি, পেরোজা স্ক্যাবিস ওয়েন্টমেন্ট ১টি, ক্লোট্রিম ক্রিম ১টি ও নেবানল অ্যান্টিসেফটিক ওয়েন্টমেন্ট ১টি। পৃথক পৃথক স্থানে বন্যাদুর্গতদের মাঝে উপহার (ত্রাণ) ও ওষুধ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রতন কান্তি দেবাশীষ, সাংবাদিক রনজিত কুমার শীল, সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন, নিহার রঞ্জন রায়, প্রশান্ত কুমার দাশ, ফটো সাংবাদিক মোঃ জামাল হোসেন জনি। ওষুধ সামগ্রী দিয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. প্রতীক সেন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আরেফিন আজিম, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া বিল্লাহ ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়ুয়া।
সংগঠনের কার্যকরী কমিটির পক্ষ থেকে বাংলাদেশের স্থানীয় মুখপাত্রকে জানান, বস্টন ভিত্তিক সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি-উৎসব’ যুক্তরাষ্ট্রের আইন অনুমোদিত অলাভজনক, অরাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন। সংগঠনটি বাঙালি ও বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং বাংলাদেশের মাঝে সেতুবন্ধনের লক্ষ্য সনাতন ধর্ম চর্চার পাশাপাশি দেশে বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে মানবিক সহায়তায় কাজ করে থাকেন। আসন্ন শারদীয় দুর্গাপূজার বাজেট থেকে সংক্ষিপ্ত করে বাংলাদেশে বন্যাদুর্গতদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণের অর্থের যোগান দেয়া হয়। এছাড়া পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি-উৎসব’র কর্মকর্তাগণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসকবৃন্দ বলেন, বন্যা প্লাবিত এলাকাগুলোতে লোকালয় থেকে পানি নেমে যাওয়ার পর যে কোন সময় লোকজনের মাঝে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ও অন্যান্য রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নরমাল ও ডায়রিয়া স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রীর সংকট দেখা দিতে পারে। এ সময়ে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় স্যালাইনসহ ওষুধ সামগ্রী সরবরাহ দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান চিকিৎসকবৃন্দ। ###

Related Posts