চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক পদে চলতি দায়িত্ব পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পান ডা. মোঃ জাহাঙ্গীর আলম।
১৭তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর সরকারী চাকরিতে প্রথম যোগদান করেন। মেডিকেল অফিসার হিসেবে তাঁর প্রথম কর্মস্থল ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। ২০০৪ সাল পর্যন্ত ফটিকছড়ি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এর পর ২০০৫-২০০৬ সাল পর্যন্ত ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার, ২০০৭ সালে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একই সালের মে মাস থেকে ২০১১ সালের ১৫ জুলাই পর্যন্ত সিম্যান্স হোস্টেল ডিসপেন্সারীতে, ২০১১ সালের ১২ জুলাই থেকে ২০১৮ সালের ২৩ মার্চ পর্যন্ত চমেক হাসপাতালের শিশু বিভাগে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরপর ২০১৮ সালের ২৫ মার্চ থেকে ২০১৯ সালের ২৮ জুলাই পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ২০১৯ সালের ২৯ জুলাই থেকে ২০২০ সালের ৩ জুলাই পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এই চিকিৎসা কর্মকর্তা। ২০২০ সালের ৫ জুলাই থেকে ২০২১ সালের ৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ও ২০২১ সালের ৪ অক্টোবর থেকে অদ্যাবধি সুনামের সাথে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব ফরহাদাবাদ গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম।##