উপজেলা চট্টগ্রাম

আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে ৪ দোকানীকে জরিমানা

 

বিভিন্ন ধরণের সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে বিভিন্ন মুদিমাল ও সবজির দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে বাজারের ৪ দোকানীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তন্মধ্যে দোকানদার মোঃ আরিফুল ইসলামকে ৩ হাজার টাকা, মোঃ ইসলামকে ৪ হাজার টাকা, মোঃ ওসমান চৌধুরীকে ৩ হাজার টাকা ও নুর হাশেমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে মানুষ খুবই কষ্টে আছে। বিভিন্ন ধরণের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কিছু কিছু দোকানে টাঙানো মূল্য তালিকার সাথে বাস্তবে মিল পাওয়া যায়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।##

Related Posts