অপরাধ চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু হবিগঞ্জে উদ্ধার,গ্রেপ্তার ২

 

নিজস্ব প্রতিবেদক

৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে অপহরণকারী ও তাহার সহযোগীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ । এসময় অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণকারী সুলতানা বেগম অপহৃত শিশুটির পরিবারের সাথে পূর্ব পরিচিত। গত বছরের ডিসেম্বরের ১২ তারিখ শনিবার সকালে কোতোয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন কলোনীস্থ শিশুটির পূর্বের বাসায় এসে ৮ মাস বয়সী শিশু মোঃ ফারহানকে তার মা তসলিমা ঝর্ণা (২০)র কোল থেকে নিয়ে অপহরণকারী সুলতানা বেগম আদর করতে থাকে। ঐ সময় শিশুটির মা বাসার কাজে ব্যস্ততার সুযোগে এক পর্যায়ে চোখের ফলকেই শিশু মোঃ ফারহান’কে অপহরণকারী সুলতানা বেগম সুমি (২৬) অপহরণ করে নিয়া যায়।

আরো জানা যায়, অপহরণকারী সুলতানা ৫ হাজার টাকার দাবীতে শিশুটিকে বিক্রি করে দিলেও মাত্র নয়শ টাকা নিতে সক্ষম হয়। পরবর্তীতে অপহৃত শিশুটির পিতা ও তার স্ত্রী সম্ভাব্য আশপাশের স্থানে খোঁজাখুজি করে শিশু মোঃ ফারহান’কে পায় নাই।

পরবর্তীতে উক্ত ঘটনায় এজাহার দায়ের করার প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু হয়।

এদিকে শিশু ফারহানের পিতা ও তার স্ত্রী তাদের ৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে অপহরনের পর হতে ঘটনার বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া সহ কোতোয়ালী থানা পুলিশকে অবগত করেন। কোতোয়ালী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রটি এসএমপি সিলেট কোতোয়ালী থানা এলাকায় অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়ে এসএমপি সিলেট কোতয়ালী থানার পুলিশের এসআই বাবলু পালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা হতে অপহৃত ৮মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে উদ্ধার করে। অভিযানে আরও অংশ নেন এসআই বাবলু কুমার পাল, এএসআই মতিউর রহমান, নারী কনস্টেবল নার্গিস আক্তার, কনস্টেবল রোকসানা, কনস্টেবল শাহাদৎ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ ইসমাইল(৩৫), পিতা-মোঃ খলিল পাটোয়ারী, মাতা-মোছাঃ সায়েরা খাতুন, সাং-তিতারকোনা, খলিল মিয়ার বাড়ী, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ। সুলতানা বেগম সুমি (২৬), পিতা-মৃত ইদ্রিস মিয়া, স্বামী মোঃ খোকন, মাতা আনোয়ারা বেগম, সাং-দক্ষিণ নলপটি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।

 

Related Posts