নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির এক পক্ষের বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা চালিয়েছে অপর পক্ষ। সোমবার দুপুরে হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত দশজন নেতাকর্মী। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান হাটহাজারী সদরের কনক কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের অনুসারীরা হঠাৎ হামলা চালায়। এসময় ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীদের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা চলছিলো। আকস্মিকভাবে কনক কমিউনিটি সেন্টার ভাংচুর করে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের অনুসারীরা।
এসময় আহত হন জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর জেলার সাবেক সদস্য মু. আকরাম উদ্দীন পাভেল, পৌর যুবদল নেতা রাশেল,ওয়াসিম, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মো: সাহাব উদ্দীন, ওয়ার্ড যুবদল বিজয় কুমার চৌধুরী, জসিম , বাবলু , শাকিল, মহরম আলী মানু, যুবদল নেতা দুলাল, সাইফুল। মীর হেলাল গ্রুপের লাঠিপেটায় মাথা ফেটে যায় তিন যুবদল কর্মীর।
জাতীয়তাবাদী ছাত্রদল উত্তর জেলার সাবেক সদস্য মু. আকরাম উদ্দীন পাভেল জানান, ‘ হঠাৎ করে এসে কমিউনিটি সেন্টারে ভাংচুর চালায় মীর হেলালের অনুসারীরা। সেন্টারের সব গ্লাস গুড়িয়ে দেয়। তারা হলের ভেতরে গিয়ে বেশ কয়েকজন বয়োবৃদ্ধ নেতাকর্মীকে লাঠিসোঁটা, লোহা দিয়ে পিটিয়ে আহত করেছে। ঘটনায় আমাদের এগারোজন মারাত্মকভাবে আহত হয়েছে। ‘
জানতে চাইলে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, ‘ মহান বিজয় দিবসের আলোচনা সভায় দিনে দুপুরে হামলার মাধ্যমে দলের নেতাকর্মীদের আহত করা চরম ধৃষ্টতা। কমিউনিটি সেন্টারের মুল সড়কে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের নিরবতা জনমনে ভিন্নবার্তা দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা অনুযায়ী আমরা নেতাকর্মীদের শান্ত করেছি, পরিস্থিতি সামাল দিয়েছি। দলের নীতিনির্ধারকদের জানিয়েছি, আশি করছি তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ‘
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি দলের প্রয়াত নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ও ব্যারিস্টার মীর হেলাল – দুটি ধারায় বিভক্ত বিএনপি। আওয়ামী লীগের শাসনামলে ষড়যন্ত্রের শিকার হয়ে এক বছর কারাবাস শেষে যুক্তরাজ্যে পাড়ি দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে দলের কর্মসূচিতে ফের সক্রিয় হয়েছেন তিনি।