চট্টগ্রাম নির্বাচন

সমবায়ীদের ভালোবাসা ও আস্থার প্রতীক অচ্যুতানন্দ দে (লিটন)

আসন্ন ১৭ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ, শুক্রবার গৌরবোজ্জ্বল শতবর্ষী প্রতিষ্ঠান “ধলঘাট আর্বান সমবায় সমিতি লিমিটেড” নির্বাচনে সমবায়ীদের ভালোবাসা ও আস্থার প্রতীক, মানবিক ও নৈতিক গুনাবলীসম্পন্ন, শিক্ষানুরাগী, সৎ এবং ন‍্যায়নিষ্ঠ, প্রগতিশীল সমাজকর্মী, সমিতির উন্নয়নে দায়বদ্ধ, নবীন-প্রবীণ-তারুণ্যের উদ্দীপনার মেলবন্ধন, মেধাবী ও প্রতিশ্রুতিশীল ইনভেস্টমেন্ট ব্যাংকার, শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত, সকলের প্রিয়জন অচ্যুতানন্দ দে (লিটন) কে সম্পাদক পদে দেয়ালঘড়ি মার্কায় আপনার মহা মূল্যবান ভোট প্রদান করে জয়যুক্ত করুন এবং সমবায়ীদের সঞ্চিত আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমিতির সুদূরপ্রসারী টেকসই উন্নয়নের সুযোগ প্রদানের জন্য ধলঘাট আর্বান সমবায় সমিতি লিমিটেড এর সকল সদস্য/সদস্যাদের প্রতি বিনম্র আহ্বান জানাই।

Related Posts