হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও শ্বাসরুদ্ধকর পরিবেশে সম্পন্ন হলো। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মোঃ আতিকুর রহমান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসজি, জি, এমফিল, সভাপতি, পরিচালনা পর্ষদ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল। সমাপনী দিবসের অনুষ্ঠানটি আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবৃহৎ মাঠে অনুষ্ঠিত হয়। ১৫০০ ঘটিকায় প্রধান অতিথির আগমন ঘটলে প্রতিষ্ঠানের কুসুমকোমল শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। প্রধান অতিথিকে ক্রীড়া ব্যাজ পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসি। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এরপর সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ধ্বনিত হয়। প্রধান অতিথি কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের পর মশাল প্রজ্বলন করে শাহিনা ইসলাম মিতু। অধ্যক্ষ মহোদয়ের উদ্দীপনাময় স্বাগত বক্তৃতার পরই শিক্ষার্থীদের দৃষ্টিনন্দিত প্যারেড ও বর্ণিল ডিসপ্লে সবাইকে মুগ্ধ করে। সমাপনী দিবসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল রিলে ও অঙ্ক দৌড়। উল্লেখ্য, ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া খেলাধুলায় তিনটি হাউসের পয়েন্টই ছিল সমানে সমান। চ্যাম্পিয়ন হওয়া না হওয়া চূড়ান্ত দিনের খেলার উপর নির্ভরশীল হওয়ায় সবার মধ্যে একটা টান টান উত্তেজনা বিরাজ করছিল। শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রদর্শনপূর্বক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল হাউজ (ব্লু হাউজ)। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মহোদয়। প্রধান অতিথি তাঁর ভাষণে শিক্ষার্থীদের খেলাধুলার অনন্য নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথির অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা ও তাঁর প্রস্থানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
