চট্টগ্রাম সংগঠন খবর

চট্টগ্রামে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে চেক বিতরণ

 

চট্টগ্রামে বিভিন্ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের ১১ কোটি ৬৩ লক্ষ ১৮ হাজার ৬৭৩ টাকার এল.এ চেক বিতরণ করা হয়েছে। আজ ২২ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান তাঁর সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ৫১ ভূমি মালিকের মাঝে এসব চেক বিতরণ করেন। ক্রস বর্ডার, মিরসরাই ইকোনমিক জোন, আনোয়ারার চায়না ইকোনমিক জোন-২, আনোয়ারা-বাঁশখালী গ্যাস সঞ্চালন পাইপ লাইন, বিদ্যুৎ প্রকল্প, দোহাজারী হতে রামু হয়ে মায়ানমারের গুনধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প, এসপিএম ও বারৈয়ার হাট-হেঁয়াকো সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হারুনুর রশিদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মেহেবুব, আশরাফুল হাসান, এহসান মুরাদ, স্টাফ অফিসার টু ডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পীযুষ চৌধুরী, ভূমি অধিগ্রহণ শাখার প্রধান সহকারী এমএইচএম আলী আযম খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দালালের খপ্পরে পড়ে যাতে কোন ধরণের হয়রানি বা ভোগান্তির শিকার না হয় সে লক্ষ্যে ক্ষতিগ্রস্ত প্রকৃত ভূমি মালিকদের হাতে সরাসরি ক্ষতিপূরণের এল.এ চেক তুলে দেয়া হচ্ছে। সুশাসন ও স্বচ্চতা নিশ্চিতকরণে আমরা ইতোপূর্বেও এ সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে এল.এ চেক বিতরণ করেছি। যাতে অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি আমাদের কাছে এসে তাদের সমস্যার কথা বলতে পারেন।
তিনি বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখায় এসে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ে হয়রানিমূক্তভাবে ক্ষতিপূরণ পাবেন। স্বল্পসময়ে ক্ষতিপূরণ প্রদানের নিমিত্তে এল.এ মামলা সমুহের কার্যক্রম সুষ্ঠু ও দ্রæত নিষ্পত্তির লক্ষ্যে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এল.এ) শাখার উদ্যোগে মৌজা ভিত্তিক কার্যক্রম চলমান রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামাল বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনা মোতাবেক বিভিন্ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকের দোরগোড়ায় গিয়ে ক্ষতি-পূরণের চেক ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৫১জন ভূমি মালিকের হাতে ১১ কোটি ৬৩ লক্ষ ১৮ হাজার ৬৭৩ টাকার এল.এ চেক বিতরণ করা হয়।
ক্ষতিপূরণের চেক গ্রহণকারী ভূমির মালিক ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হারুনুর রশিদ জানান, আগে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা পেতে অনেক ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখায় গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করার পর শুনানী শেষে প্রকৃত মালিক ক্ষতিপূরণের চেক পাচ্ছে। দালালের খপ্পরে পড়তে হচ্ছে না। ####

Related Posts