চট্টগ্রাম ব্যবসা

আইস ফ্যাক্টরি রোড রেলওয়ে সুপার মার্কেটে হামলার অভিযোগ,থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
নগরীর আইস ফ্যাক্টরি রোডে মাদকের অভয়ারণ্য খ্যাত বরিশাল কলোনীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েছে। এনিয়ে শনিবার কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। পুলিশ বলছে,তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
জিডিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ের সকল আইন কানুন মেনে গত ২০১৮ সালের ১ জুলাই খালি ভুমি বরাদ্দ নেয় আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায়ী সমিতি লিমিটেড।যা পরবর্তীতে উক্ত দুটি সমিতি নিজেদের উদ্যোগে টিন শেড দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে। সেই সময় থেকে ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে। কিন্তু কিছু দিন থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রুহুল আমিন,সাহাব উদ্দিন ওরফে লাদেন সাহাব উদ্দিন,মো. আলী,ফারুক ওরফে চাপাতি ফারুক,চান মিয়া,আবুল কালাম,মান্নান,সোহেল,দুলাল,হানিফসহ আরও কয়েকজন বাস্তুহারা নাম দিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকাল ৪টায় তাদের নেতৃত্বে ৫০/৫০ জন লোক মার্কেটে প্রবেশ করে হামলা ও দখলের চেষ্টা চালায়। এসময় তারা সমিতির সভাপতি,সম্পাদককে খুঁজতে থাকে।

এ ঘটনায় সমিতির সদস্য মতিউর রহমান বাদি হয়ে রুহুল আমিন,সাহাব উদ্দিন ওরফে লাদেন সাহাব উদ্দিন,মো. আলী, ফারুক ওরফে চাপাতি ফারুকের নামে শুক্রবার কোতোয়ালি থানায় জিডি (৩৪) করেছেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, উপরোক্ত ব্যক্তিরা গত ২৮ জানুয়ারি হামলা চালিয়ে মার্কেট দখল করার চেষ্টা চালায়।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, এধরনের একটি জিডি করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Posts