অবশেষে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন মোঃ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
আহবায়ক কমিটির অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহবায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক করা হয়।