বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অন্যতম ব্যবসায়ীক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় শাহ্ আমানত ব্রীজ সংযোগ সড়কস্থ কে.বি. কনভেনশহ হলে অনুষ্ঠিত হবে। উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমির, সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও সিএমপি ডিসি (সাউথ) শাকিলা সোলতানা।