চট্টগ্রাম ধর্ম

এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেইঃ সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক
নাজিরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড বড় নাথ পাড়া স্ত্রী স্ত্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের উদ্যোগে মহতী ধর্ম সভা চেতনা সংঘ মহোৎসব উদযাপন কমিটি সভাপতি তেজেন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। বক্তব্য রাখেন নাজিম উদ্দিন শাহীন, নাছির উদ্দিন, জয়নাল খালেদ মাহমুদ বাবুল, হাসানুল কবির বাবর, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, আরাফাত তূষার, আরমান উদ্দিন, ওসমান, মামুন, চেতনা সংঘ মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ইমন নাথ,সিনিয়র সভাপতি- শিমুল চক্রবর্তী
সহ সভাপতি- উৎপল নাথ।
এছাড়া উপস্থিত ছিলেন পার্থ,দিপ্ত,উজ্জ্বল,বিকাশ,পলাশ,লক্ষণ, ছোটন,অনিক,শুভ,কপিল,কিশোর,কৃষ্ণ,লিটন, রিদয়,অন্তু প্রমুখ।
সভায় সরওয়ার আলমগীর বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

Related Posts