পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিগত ১৫ বছরে যারা আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের সুবিধা নিয়েছে তাদের যায়গা পটিয়ার বিএনপিতে হবে না। যে সকল নেতাকর্মীরা ফ্যাসিষ্ট সরকারের আমলে জেল, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, পুলিশের ভয়ে পালিয়ে সভা সমাবেশ করেছেন, দলের জন্য কাজ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই কেবলমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে প্রমানীত। তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শের সৈনিক। কোন সুবিধা ভোগীর যায়গা পটিয়া বিএনপিতে হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পটিয়ার ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে বিএনপিকে আরো সুসংগঠিত করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুথানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সুবিধাবাদিদের কালো হাত থেকে দলকে বাঁচাতে হবে।
সোমবার (১৭ মার্চ) বিকালে উপজেলার কেলিশহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এনামুল হক এনাম এসব কথা বলেন।
বিএনপি এই নেতা আরও বলেন, যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলনা, চাঁদাবাজ দখলবাজদের জন্য আমরা বিতর্কিত হতে পারব না। জনগণের বিরাগভাজন হতে পারব না। বিগত দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে। পটিয়ার জনগণের সহমর্মিতা সমর্থন আমাদের ওপর তৈরি হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত আজ বিএনপি নামধারী ফ্যাসিস্টদের সুবিধাভূগী নেতাদের কারনে। এ ব্যাপারে সর্বস্হরের বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
কেলিশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা ইসমাইল মেম্বার, আবদুল মাবুদ, হারুনুর রশীদ, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওবায়দুল হক রিকু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম হোসেন নয়ন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন।
আরো বক্তব্য রাখেন, যুবদল নেতা এরশাদ, ছাত্রদল নেতা ইমরান, যুবদল নেতা জহির উদ্দিন, মাকসুদুল হক রিপন, সাইফুল ইসলাম, আইয়ুব খান, আবদুস সালাম, ইউনুস প্রমুখ।