নিজস্ব প্রতিবেদক:
কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শাহ আমানত সেতুর নিচ থেকে আনুমানিক ৩৫ বয়সী অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), কর্ণফুলী থানা ও সদরঘাট নৌ থানার পুলিশ।
কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত বলেন, ‘কর্ণফুলী নদীতে বস্তাবন্দি একটি লাশ জোয়ার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কাপড়ে মোড়ানো লাশটির চেহারা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, দু’চারদিন আগে তাকে হত্যা করে বেঁধে নদীতে ফেলে দিয়েছেন দুর্বৃত্তরা। ভাসতে ভাসতে লাশটি এখানে চলে আসে। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’