কক্সবাজার প্রতিানধি:
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর লম্বরী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ কোটি ১১ লক্ষ টাকা মূল্যের ১,২২,১৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে তাকে আটকের বিষয়টি র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়ন এর উত্তর লম্বরী সাকিনস্থ হযরত ফাতেমা (রাঃ) আদর্শ নুরানী মাদ্রাসার পশ্চিমে আহম্মেদ কবির এর মুরগির খামারের দুচলা টিনের ঘর এর ভিতর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি আহম্মেদ কবির (৩০), পিতা- মোঃ হাসন, সাং- উত্তর লম্বরী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে।
পরবর্তীতে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে নিজ দখলে থাকা ঘরের ভিতর তল্লাশি করে একটি প্লাস্টিকের ড্রামের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১,২২,১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামি’কে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তী কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ কোটি ১১ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।