নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
আব্দুল হকের (৯০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা, রাতে ডাকাতের দল তাকে ছুরিকাঘাতে খুন করেছে।
আজ সোমবার সকালে কেওচিয়া চেয়ারম্যান পাড়ায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আব্দুল হক চেয়ারম্যানের পরিবারের সদস্যরা গ্রামে থাকেন না। তিনি বাসায় একা থাকেন। সাথে থাকেন বাসার কাজের লোক। গতরাতে কাজের লোককে মারধর করে বেধে রেখে আব্দুল হককে ছুরিকাঘাতে খুন করা হতে পারে। চোর কিংবা ডাকাতের দল এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। সকালে এই খবর শুনে উৎসুক জনতা ভিড় করতে থাকে আব্দুল হকের বাসায়।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এগিয়ে বৃদ্ধ আব্দুল হকের লাশ উদ্ধার করেছি। মৃতের শরীরে রক্তাক্ত হয়ে আছে। মাথায় জখমের চিহৃ রয়েছে। পেট ফুলে গেছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে খুন করেছে। আমরা তদন্ত করে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হচ্ছে।