ঢাকা অফিস
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) বিভাগের সহকারী ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান শুভ জানান।
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে গত ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সাজ্জাদুর রহমান শুভ বলেন, “করোনাভাইরাস ছাড়া আর কোনো শারীরিক সমস্যা ছিল না তার।”
মাহমুদ উস সামাদ চৌধুরী এ নিয়ে তৃতীয়বারের মত সংসদে সিলেট-৩ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করে আসছিলেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মহাসচিবের দায়িত্বে ছিলেন।