নোয়াখালী প্রতিনিধি
এবার আত্মহত্যার হুমকি দিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে ফেসবুক লাইভে এসে এই হুমকি দেন তিনি। কাদের মির্জা প্রায় ৩০ মিনিট লাইভে বক্তব্য দেন।
মেয়র কাদের মির্জা বলেন, ‘গত সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে যেভাবে তার বাসা থেকে জোর করে তুলে নিয়ে সিএমএইচএ ভর্তি করা হয়। ঠিক অনুরূপ আমার ক্ষেত্রে এ ঘটনা ঘটাতে চেষ্টা করছে, ওবায়দুল কাদের নিজে ও তার স্ত্রীর প্ররোচনায়। এরকম কিছু ঘটলে আমি সাথে সাথে আত্মহত্যা করব। আমি কোন অসত্যের কাছে মাথা নত করব না।’
রাজনৈতিক দ্বন্দ্বে বসুরহাটে একজন নিহতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যে মানুষটি মৃত্যু বরণ করেছেন, তার মৃত্যুতে আমি নাগরিক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম। এ কাজ কে বা কারা প্রশাসনের সহযোগিতায় বন্ধ করে দিয়েছে। সেদিন থেকে আমার পৌরসভা কার্যালয়ের আশে পাশে পুলিশি তাণ্ডব চলছে। পুলিশ আমার পৌরসভার চারিদিকে ঘেরাও করে রেখেছে।
কাদের মির্জা বলেন, আমি অপরাজনীতির বিরুদ্ধে সত্য কথা বলার সাথে সাথে আস্তে আস্তে সবাই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যারা অপরাজনীতির সাথে জড়িত, টেন্ডারবাজি সাথে জড়িত, যারা খাস জমি দখল করেছে, যারা নিরীহ গরিব অসহায়দের সম্পত্তি দখল করেছে, যারা সরকারি খাল দখল করেছে, যারা তোহা বাজার লুটপাটের সাথে জড়িত তারা এখন আমার সাথে নেই। ঢাকা থেকে আরম্ভ করে কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এ সময় তিনি আরও বলেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ আমাদের এ অঞ্চলের সম্পদ। তিনি কোম্পানীগঞ্জে উন্নয়নের সূচনা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে অনন্য অবদান সৃষ্টি করেছেন মওদুদ।