চট্টগ্রাম লিড নিউজ

করোনা ছড়ানোর আশংকায় সীতাকুণ্ডে মেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস ছড়ানোর আশংকায় সীতাকু-ের চন্দ্রনাথ ধাম মহাতীর্থের চলমান মেলা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল ৫টার দিকে পৌরসদরস্থ মন্দির সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
সীতাকু- থানার সাব-ইন্সপেক্টর শ্যামল বলেন, চন্দ্রনাথ ধাম মহাতীর্থের শিব চতুর্দশী তিথিকে ঘিরে প্রতিবছর এই মেলা শুরু হয়ে চলে দোলপূর্ণিমা পর্যন্ত ১৫ দিন। সেই ধারাবাহিকতায় দূরাগত দোকানীরা শিব চতুর্দশী থেকে এই মেলা চালিয়ে যাচ্ছিল। করোনা ছড়িয়ে পড়ার আশংকায় এটি বন্ধে উপজেলা নির্বাহী অফিসারকে স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ করা হয়। এরপর তিনি মেলা কমিটিকে মেলা বন্ধের নির্দেশ দিলে কমিটির পক্ষ থেকে মেলা বন্ধে দোকানীদের অনুরোধ করা হয়। কিন্তু তা উপেক্ষা করায় বুধবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
প্রসঙ্গত সীতাকু- শিব চতুর্দশী ধর্মীয় আনুষ্ঠানিকতার তিন দিনে এখানে দেশ-বিদেশের ১০-১২ লাখ পুণ্যার্থীর আগমন হলেও এর পর থেকে প্রতিদিন সন্ধার পর এটি স্থানীয় মেলায় পরিণত হয়। এসময় হাজারো মানুষ মিলিত হয়ে কেনাকাটা করেন।

Related Posts