চট্টগ্রাম রাজনীতি লিড নিউজ

নগর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন পেছাল দেড় মাসেরও বেশি

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দিন-তারিখ পরিবর্তন হয়েছে। ১১ এপ্রিলের সম্মেলনের তারিখ পরিবর্তন হয়ে ২৯ মে সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ রয়েছে, করোনাভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এতে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের ১১ এপ্রিলের সম্মেলনের পরিবর্তে ২৯ মে অনুষ্ঠিত হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ নির্দেশনা দেন।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাইফুল আনছারী বলেন, সম্মেলনের দিন তারিখ ঠিক হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি আবার বেড়ে যাওয়ায় সম্মেলনের তারিখ পরিবর্তন করে ২৯ মে অনুষ্ঠিত হবে।

দলীয় জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর তোড়জোড় শুরু হয়েছিল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের এবার কমিটি গঠনের। সম্মেলনের দিন-তারিখ ঘোষণার কারণে নেতাকর্মীদের মাঝেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছিল। নতুন করে করোনা পরিস্থিতি খারাপের কারণে দিন-তারিখ পরিবর্তন হয়েছে।

Related Posts