উপজেলা চট্টগ্রাম

কর্ণফুলীতে হামলা,কিশোর গ্যাংয়ের ১১ জনের বিরুদ্ধে মামলা

 

রুপন দত্ত – কর্ণফুলী প্রতিনিধি

 

কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাতব্বর পাড়ায় কিশোর গ্যাং কর্তৃক তিন ভাইয়ের উপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কর্ণফুলী থানায় ঘটনায় আহত মো. ইউসুফ বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে দেখা গেছে আসামিরা বেশির ভাগেই চরলক্ষ্যা গ্রামের কিশোর গ্যাং সদস্য এবং এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত তাদের প্রত্যোকর বয়স ১৯ থেকে ২১ বছর।

মামলার বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল মাহমুদ।

দায়ের করা মামলায় ১১ আসামিরা হলেন-চরলক্ষ্যা গ্রামের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ শাকিল (২১), ইমন (১৯), মোঃ মামুন প্রকাশ জেক মামুন (১৯), মোঃ সাদ্দাম (২০), মোঃ জামশেদ (১৯), মোঃ মামুন (১৯), মোঃ সালা উদ্দিন (২০), মোঃ সজীব (২১), মোঃ নাজেম (২০), জুয়েল (২০) ও মোঃ জনি। এ ছাড়াও অজ্ঞাত রয়েছে আরো ২০/২৫ জন।

উল্লেখ্য গত ৩ মে রাত ৯টা ২০ মিনিটের সময় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাতব্বর পাড়া শাহ নেয়ামত স্টোরের সামনে একদল উশৃংখল বখাটে কিশোর দলবেঁধে এসে অতর্কিত হামলা চালিয়ে মো. ইউচুফসহ তাদের তিন ভাইকে মারাত্মক ভাবে আহত করে পালিয়ে যায়। আহত তিন ভাইকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় কিশোর গ্যাংদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) বেলায়েত হোসেন জানান, মামলার কাগজপত্র এখনো আমার হাতে আসেনি। আসলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Related Posts