মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে ট্রাক- সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্ত্রী ডলি আকতার(৪০), শ্যালিকা লায়লা বেগম(৩৫), স্বামী নন্না মিয়া(৫০) নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আজম রোডের মাথায় (ডাইনজুরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা সম্পর্কে আপন বোন। নিহত ডলি আকতার নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি এলাকার শেখ মুহাম্মদ তালকুদার বাড়ীর ওই দূর্ঘটনায় নিহত নন্না মিয়ার স্ত্রী। নিহত অপর মহিলা নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ীর জনৈক আনোয়ারের স্ত্রী। এ ঘটনায় নন্না মিয়া নিহত ডলি আকতারের স্বামী।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বিবিরহাটের দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্স চলন্ত একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে অটোরিক্সার তিন যাত্রী গুরুতর আহত হয় । আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডলি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দু’জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে মঙ্গলবার রাতে আহত লায়লাও মারা যান এবং বুধবার (২৬ মে) ভোর চারটায় চমেক হাসপাতালে নন্না মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। গাড়ী দু’টির চালক পালাতক রয়েছে।’