উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

 

খেলাধুলায় মানুষের শরীর ও মনের প্রফুল্লতা বৃদ্ধি হয়। মন খুবই আনন্দ থাকে। বর্তমানে কিছু যুব সমাজ খেলাধূলা চর্চা না করে বিভিন্ন ভাবে মাদকাশক্ত হয়ে বিপদগামী হচ্ছে। এ সব যুব সমাজকে এক মাত্র খেলাধুলার মাধ্যমে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে।

জাতীয় পর্যায়ে অনুষ্টিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্ণামেন্ট একযোগে সারাদেশে উপজেলা পর্যায়ে আয়োজন করা হচ্ছে । তারই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে বারকাইন ইউনিয়নকে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে সদর ইউনিয়ন একাদশ। ২য় খেলায় রায়পুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করেন পরৈকোড়া ইউনিয়ন। শনিবার (২৯ মে) বিকাল ৩ টায় উপজেলার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলা পরিচালনা করা হচ্ছে । এর আগে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহম্মেদ । এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তানভির হাসান চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসিম কুমার দেব , আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সদর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি উৎপল সেন।

Related Posts