রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাঁচ বছরের কন্যা সন্তান সহ মোছাম্মৎ নামরিন্নেছা আইরিন(২৫) নামের এক গৃহবধু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৫মে (মঙ্গলবার) উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ছিরাবটতলী (ভক্তিয়ার পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ গৃহবধুর স্বামী মো.আতাউল্লাহ্ বাদী হয়ে এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন,
যার নম্বর আনোয়ারা থানার সাধারণ ডায়েরি নং-১১৩০, তারিখ-২৭/০৫/২০২১।
নিখোঁজ গৃহবধূর স্বামী আতাউল্লাহ্ বলেন তাঁর স্ত্রী বাপের বাড়ী বেড়াতে যাবার কথা বলে তাঁদের পাঁচ বছরের একমাত্র কন্যা সন্তান আতাউন্নেছা আফিফাকে সহ মঙ্গলবার দুপুর দুইটার দিকে কাপড় চোপড় নিয়ে তাঁর বাড়ী থেকে বের হয়, বিকেল পাঁচটার দিকে স্ত্রীর মোবাইলে বেশ কয়েকবার ফোন করে ফোন বন্ধ পাওয়ায় একই গ্রামে অবস্হিত তাঁর শ্বশুর বাড়ীতে খোঁজ নিতে গেলে শ্বশুর বাড়ীর লোকজন জানান যে আইরিন সেখানে যায়নি।
পরে তাঁর শ্বশুর পেয়ার আহম্মদ সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোন খোঁজ না পাওয়ায় গত বৃহস্পতিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশের উপ-পরিদর্শক নওফেল জানান ছিরাবটতলী গ্রামের এক গৃহবধু তার কন্যা সন্তান সহ নিখোঁজ হয়েছে মর্মে গত ২৭মে থানায় সাধারন ডায়েরি করেন তাঁর স্বামী। ডায়েরি নেওয়ার পরথেকে নিখোঁজ মা মেয়ের অবস্হান নিশ্চিত হয়ে তাদেন উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, নিঁখোজ আইরিন ছিরাবটতলী গ্রামের পেয়ার আহম্মদের মেয়ে, বিগত ২০১৬ সালে একই গ্রামের মৃত শফিক আহমদের পুত্র মো.আতাউ্লাহ লালুর সাথে তার বিয়ে হয়, আফিফা তাদের একমাত্র কন্যা সন্তান।