উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে ইউএনওর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বৈরাগ চেয়ারম্যানের বিরুদ্ধে

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

গৃহহীনদের ঘর দিচ্ছে প্রধানমন্ত্রী আর সেটাকে পুঁজি করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। সেটা আবার উপজেলা প্রশাসনের সর্বচ্চো কর্মকর্তার নাম ভাংগিয়ে। তেমনি একটি অভিযোগ উঠেছে আনোয়ারা উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলায়মান এর বিরুদ্ধে। অভিযোগের কথা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ ঘটনা জানতে পেরে ছুটে যান বৈরাগ ইউনিয়নের গুয়াপন্চক গ্রামে। এসময় ভুক্তভোগীরাতো বটেই স্থানীয় একজন ইউপি সদস্যও অভিযোগের সত্যতার কথা জানান ইউএনওর কাছে। আনোয়ারা উপজেলায় গৃহহীনদের জন্য সরকারি ভাবে ৬০০ ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে বুরুমছড়ায় ৬৫টি ঘর প্রস্তুত রয়েছে। এছাড়া গুয়াপন্ছক গ্রামে সরকারি খরচে ৮০ জন গৃহহীনকে দেওয়ার জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সেখানে সুবিধাভোগী হিসেবে তালিকা ভুক্তদের নিয়ে একটি সমিতি গঠন করে দেওয়া হয়।এরপর ঐ সমিতির মাধ্যমে দুই লাখ টাকার একটি তহবিল গঠন করা হয়। এ টাকা ইউএনওকে দিতে হবে বলে এলাকায় প্রচার করা হয়।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন,ইউএনওকে দিতে হবে বলে চেয়ারম্যান আমাদেরকে দুই লাখ টাকা দিতে বলেন। এজন্য একটি কমিটিও গঠন করে দিয়েছেন তিনি। আমি নিজে অনেক কষ্ট করে ১৭ হাজার টাকা দিয়েছি। কিন্তু টাকা নেওয়ার অভিযোগ ইউএনওর কানে আসলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এবং আজ দূপুরে সরজমিন প্রকল্প এলাকায় যান। অভিযোগের সত্যতা যাছাই এর জন্য নুরুল হক ও স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিসের কাছে এ বিষয়ে জানতে চান। তখন দু’জনে ইউএনওর নামে টাকা তোলার কথা জানান। পাশাপাশি গৃহহীনদের ঘর গুলো চেয়ারম্যানের পছন্দের লোকদের এমনকি পাশের উপজেলা বাঁশখালীর মানুষদেরকেও ঘর দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তারা আরো অভিযোগ করেন, চেয়ারম্যান যে তালিকা দিয়েছেন,তার মধ্যে চেয়ারম্যান এর চাচী ও বাশখালীর বাসিন্দাও রয়েছেন। স্থানীয় বাসিন্দা নুরুল হক আরো বলেন, চেয়ারম্যান টাকা নিয়েছেন এটা ঠিক, কিন্তু এটা বলতে গেলে আমাকে গ্রাম ছাড়া হতে হবে। অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মো. সোলাইমান এর কাছে জানতে চাই তিনি সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন। এর আগে তিনি এক সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানা যায়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের এই ঘর গুলো উপহার দিচ্ছেন, এখানে টাকা নেওয়ার কোন প্রশ্নই আসেনা। আমার নামে টাকা তোলার একটি অভিযোগ আমি পেয়েছি। আমি আজ প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখছি।

Related Posts