নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মেরিন একাডেমির কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২১-২০২৩ মেয়াদে সভাপতি প্রকাশ চন্দ্র দে এবং সাধারণ সম্পাদক মোঃ ছানাউর হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া, ১১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে জনাব মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফ, কোষাধ্যক্ষ জনাব মোঃ আমিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জনাব আবুল কাশেম, সহ-কোষাধ্যক্ষ, জনাব মোঃ আবু সৈয়দ, সহকারী ক্রীড়া ও প্রচার সম্পাদক জনাব মোঃ ইউনুছ শেখ ও সদস্য জনাব হাসিবুর রহমান, জনাব জিয়াউর রহমান, জনাবা রেহেনা বেগম নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য একাডেমির মাননীয় কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট মহোদয়সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নতুন কমিটি সমিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।