উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় অবৈধ দোকান উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় শাহ মোহছেন আউলিয়া রোড মহাল খাঁন বাজার ও আশেপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা কা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ এটির নেতৃত্ব দেন। সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৫ই জুন মঙ্গলবার বেলা ২টার সময় এ অভিযান চালানো হয়। অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী অভিযানের বিষয়ে বলেন, মহাল খাঁন বাজারে খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। বাজারের সম্পূর্ণ জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে যেন বাজারের জায়গায় কোন অবৈধ স্থাপনা বসতে না পারে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শাহ হার্ডওয়্যার নামের দোকান ১টি, ভাই ভাই মোটর পার্টস ১টি, চায়ের দোকান ১টি, পানের দোকান ১টি, সিএনজির গ্যারেজ ১টি, মোট ৫টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

বাজারের ব্যবসায়ি নূরুল আবছার সওদাগর বলেন বাজারের সরকারি খাস জায়গাগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের আওতায় নিয়ে আসতে পারলে আনোয়ারা উপজেলার মধ্য মহাল খাঁন বাজার একটি সুন্দর কাঁচা বাজার হবে।

Related Posts