উপজেলা চট্টগ্রাম

এক বছর পর সাব রেজিস্ট্রার  পেল আনোয়ারাবাসি

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

দীর্ঘদিন ভোগান্তির পর আনোয়ারায় যোগদান করলেন নতুন সাব- রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক। তিনি কুমিল্লার লাংগলকোট হতে বদলি হয়ে আনোয়ারা উপজেলায় যোগদান করলেন। তার যোগদানের মাধ্যমে দীর্ঘদিন পর উপজেলা ভূমি অফিসে সাব – রেজিস্ট্রার পদটি পূর্ন হলো।
জানা গেছে, নতুন রেজিস্ট্রার যোগদানের খবরে উপজেলার জনসাধারণ ও দলিল লেখকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গত এক বছর পূর্বে উপজেলার সাব- রেজিস্ট্রার পদটি শূন্য হয়। খণ্ডকালীন দুজন সাব – রেজিস্ট্রার অন্য উপজেলা থেকে এসে দায়িত্ব পালন করছিলেন। এই দীর্ঘদিন নিয়মিত সাব- রেজিস্ট্রার না থাকায় ভূমি রেজিস্ট্রিতে জনগণের ভোগান্তি ছিল। জমি রেজিস্ট্রি করতে গিয়ে জনগণ অনেক ভোগান্তির শিকার হয়ে ছিলেন। তার এই যোগদানের মাধ্যমে এই ভোগান্তির লাগব হয়েছে। এতে করে কাজের গতি বেড়ে গিয়ে ভোগান্তি কমে যাবে বলে সকলে আশাবাদি।

Related Posts